আধুনিক ভারতের ইতিহাস – 1857-র পরে – WBCS Preliminary Question Paper

 

আধুনিক ভারতের ইতিহাস – 1857-র পরে – WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. অ্যাক্ট III, 1872 কী ছিল ?

(A) সমাজ সংস্কার আইন      

(B) জুরী আইন       

(C) রাজস্ব আইন      

(D) শাসনসংক্রান্ত আইন

 

  1. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) দয়ানন্দ সরস্বতী       

(B) লালা হংসরাজ      

(C) আত্মারাম পান্ডুরঙ্গ      

(D) মহাদেব গোবিন্দ রানাডে

 

  1. দীনবন্ধু মিত্র রচিত ‘নীল দর্পণ’ গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

(A) বাংলার কারিগর       

(B) নীল চাষি       

(C) ভূমিহীন মজুর       

(D) উপরোক্ত প্রতিটি শ্রেণীরই

 

  1. ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স’ -এর রচয়িতা কে ?

(A) দাদাভাই নৌরজী

(B) রমেশচন্দ্র দত্ত

(C) বিনায়ক দামোদর সাভারকর

(D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 

  1. ‘গদর’ শব্দের অর্থ কী ?

(A) বিপ্লব      

(B) স্বাধীনতা      

(C) স্বরাজ     

(D) মুক্তি

 

  1. ‘ইলবার্ট বিল’ বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছল ?

(A) লর্ড কার্জন       

(B) লর্ড লিটন        

(C) লর্ড রিপন       

(D) লর্ড হার্ডিঞ্জ

 

  1. কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয় ?

(A) সঞ্জীবনী      

(B) হিতবাদী      

(C) যুগান্তর     

(D) অমৃত বাজার 

 

  1. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

(A) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়

(B) শিশির কুমার ঘোষ

(C) গিরিশ চন্দ্র ঘোষ

(D) রবার্ট নাইট

 

  1. ‘মহারানীর ঘোষণাপত্রের’ তারিখ কী ছিল ?

(A) 1লা নভেম্বর, 1858     

(B) 10ই মে, 1857     

(C) 29শে মার্চ, 1857      

(D) 11ই ফেব্রুয়ারী, 1860

 

  1. জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) ডঃ জাকির হোসেন      

(B) মহম্মদ আলি     

(C) সৌকত আলি      

(D) আগা খাঁ

 

  1. ভারতের জাতীয় কংগ্রেসের ‘জনক’ বলে কাকে অভিহিত করা হয় ?

(A) মহাত্মা গান্ধি        

(B) . . হিউম       

(C) লোকমান্য তিলক       

(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে । এই বক্তব্য কে পোষণ করতেন ?

(A) লর্ড কার্জন     

(B) লর্ড এলগিন      

(C) লর্ড ল্যান্সডাউন     

(D) লর্ড ডাফরিন

 

  1. নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?

(A) লর্ড হার্ডিঞ্জ      

(B) লর্ড মিন্টো       

(C) লর্ড কার্জন       

(D) লর্ড চেমসফোর্ড

 

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

(A) . . হিউম      

(B) বাল গঙ্গাধর তিলক      

(C) মতিলাল নেহরু      

(D) সুরেন্দ্র নাথ ব্যানার্জী

 

  1. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?

(A) আসাম       

(B) বাংলা       

(C) পাঞ্জাব      

(D) মহারাষ্ট্র

 

  1. নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ?

(A) অসহযোগ আন্দোলন

(B) স্বদেশী আন্দোলন

(C) আইন অমান্য আন্দোলন   

(D) গদর আন্দোলন

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?

(A) প্রফুল্ল চাকী       

(B) পুলিন দাস      

(C) এস. এন. সান্যাল      

(D) যতীন্দ্রনাথ মুখার্জী

 

  1. কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?

(A) বি. আর. আম্বেদকর       

(B) গোপাল হরি দেশমুখ      

(C) শ্রী নারায়ণ গুরু       

(D) জ্যোতিবা ফুলে

 

  1. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ?

(A) স্যার সৈয়দ আহমেদ খান      

(B) লর্ড ডাফরিন      

(C) লর্ড কার্জন    

(D) থিওডোর বেক

 

  1. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয় ?

(A) দীনবন্ধু       

(B) নীলদর্পণ        

(C) নীলদর্শন      

(D) আনন্দমঠ

 

  1. গদর দলের নেতা কে ছিলেন ?

(A) ভগৎ সিং       

(B) লালা হরদয়াল       

(C) বি. জি. তিলক      

(D) ভি. ডি  সাভারকর

 

  1. ‘অভিনব ভারত’ নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

(A) ক্ষুদিরাম বোস দ্বারা       

(B) ভি. ডি. সাভারকর দ্বারা      

(C) প্রফুল্ল চাকী দ্বারা     

(D) ভগৎ সিং দ্বারা

 

  1. ‘গোলামগিরি’ গ্রন্থটি কে লেখেন ?

(A) স্যার সৈয়দ আহমেদ খান     

(B) রামমোহন রায়       

(C) জ্যোতিবা ফুলে     

(D) বি. আর. আম্বেদকার

 

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

(A) আবুল কালাম আজাদ      

(B) সৈয়দ আহমেদ খান        

(C) বদ্রুদ্দিন তৈয়াবজি       

(D) ফজলুল হক

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন—

(A) সিধো       

(B) বিরসা      

(C) বাপট     

(D) কোরা মাল্লা

 

  1. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়—

(A) হাওড়া ও দিল্লির মধ্যে      

(B) বোম্বে থানের মধ্যে      

(C) হাওড়া ও বোম্বের মধ্যে      

(D) উপরের কোনোটিই নয়

 

  1. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

(A) 1883      

(B) 1885      

(C) 1891     

(D) 1905

 

  1. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—

(A) উমেশচন্দ্র ব্যানার্জি      

(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী      

(C) ফিরোজ শাহ মেহতা      

(D) এ ও হিউম

 

  1. ‘মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় ?

(A) 1907 সালে       

(B) 1909 সালে      

(C) 1911 সালে       

(D) 1919 সালে

 

  1. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

(A) সাঁওতাল      

(B) চাকমা      

(C) খাসি     

(D) নীল

 

  1. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল—

(A) দেওবন্দ স্কুল       

(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ     

(C) পীর ফকির মজলিস       

(D) খিলাফৎ কমিটি

 

  1. বঙ্গভঙ্গ কবে রদ হয়—

(A) 1907 সালে     

(B) 1909 সালে       

(C) 1911 সালে       

(D) 1914 সালে  

 

  1. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

(A) ভারত সভা       

(B) মুসলিম লিগ     

(C) বেঙ্গল জমিদার লিগ     

(D) ভারতের কমিউনিস্ট পার্টি  

 

  1. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?

(A) 1885 – 1895       

(B) 1885 – 1905    

(C) 1905 – 1915      

(D) 1895 – 1925  

 

  1. ‘নীলদর্পণ’ এর রচয়িতা হলেন—

(A) রবীন্দ্রনাথ ঠাকুর      

(B) দীনবন্ধু মিত্র     

(C) গিরিশচন্দ্র ঘোষ      

(D) বিপিন চন্দ্র পাল  

 

  1. ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল

(A) কলকাতা      

(B) বোম্বাই     

(C) মাদ্রাজ        

(D) এলাহাবাদ

 

  1. যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন —

(A) রিপন     

(B) লিটন       

(C) মেয়ো       

(D) কার্জন  

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ?

(A) ব্রাহ্মসমাজ      

(B) আর্য সমাজ       

(C) রামকৃষ্ণ মিশন      

(D) উপরোক্ত সবকটি

 

  1. 1907 সালে ‘স্যার কার্জন উইলিকে’ কে হত্যা করেন ?

(A) বি এন দত্ত       

(B) এম  এল  ধিংড়া       

(C) সর্দার অজিত সিং      

(D) এস সি চ্যাটার্জী

 

  1. ‘দি মোহামেডান-অ্যাংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন’ -এর শুরু করেছিলেন—

(A) স্যার সৈয়দ আহমদ খান      

(B) টি বেক      

(C) এ এস স্যামুয়েলসন      

(D) এম এম মূলক

 

  1. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?

(A) আলেকজান্ডার কানিংহাম     

(B) গর্ডন চাইল্ড     

(C) মটিমার হুইলার     

(D) জন মার্শাল 

 

  1. কে ‘সোমপ্রকাশ‘ সংবাদপত্রটি শুরু করেন ?

(A) দয়ানন্দ সরস্বতী     

(B) রাজা রামমোহন রায়      

(C) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর    

(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

 

  1. অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?

(A) বিপিনচন্দ্র পাল      

(B) গোখলে       

(C) আর সি দত্ত      

(D) এম এম মালব্য

 

  1. কে ‘অনুশীলন সমিতি’ সংগঠিত করেছিলেন ?

(A) যতীন দাশ      

(B) বটুকেশ্বর দত্ত      

(C) পি মিত্র      

(D) অশ্বিনী কুমার দত্ত

 

  1. গান্ধিজি ‘হিন্দ স্বরাজ‘ লিখেছিলেন—

(A) ইংল্যান্ড থেকে ভারতে যাত্রায় নৌজাহাজে

(B) সবরমতী আশ্রমে

(C) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে

(D) চম্পারন সত্যাগ্রহের সময়

 

  1. থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপনকরেছিলেন  ?

(A) হেনরি ডিরোজিও       

(B) অ্যানি বেসান্ত     

(C) ভগিনী নিবেদিতা      

(D) মাদাম এইচ পি ব্লাভাটক্সি

 

  1. ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ?

(A) নরমপন্থিদের আন্দোলনে সরকারি অবজ্ঞা 

(B) ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার 

(C) বঙ্গবিভাগ

(D) বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান

 

  1. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা—

(A) জি কে গোখলে     

(B) এম জি রাণাডে    

(C) বি জি তিলক    

(D) ভি ডি সাভারকর

 

  1. ‘Drain of wealth’ বইয়ের লেখক কে ?

(A) জওহরলাল নেহেরু       

(B) দাদাভাই নওরোজি      

(C) মহাত্মা গান্ধি      

(D) রমেশচন্দ্র দত্ত

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Chat