মধ্যযুগীয় ভারতের ইতিহাস – WBCS Preliminary Question Paper

 

মধ্যযুগীয় ভারতের ইতিহাস

 

WBCS Preliminary Question – 2020

57. নিম্নোক্তদের মধ্যেআলাই দরওয়াজা‘- নির্মাতা কে ?

(A) আলাউদ্দিন খিলজী     

(B) আকবর     

(C) মহম্মদ বিন তুঘলক     

(D) জাহাঙ্গীর

 

68. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত ?

(A) মুক্তো       

(B) মূল্যবান পাথর       

(C) অশ্ব       

(D) রেশন

 

70. ‘রাজতরঙ্গিনী‘ – রচয়িতা কে ?

(A) মেগাস্থিনিস       

(B) কলহন        

(C) আলবিরুনি       

(D) হেরোডোটাস

 

113. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?

(A) 1175  খ্রিষ্টাব্দ       

(B) 1191 খ্রিষ্টাব্দ     

(C) 1192 খ্রিষ্টাব্দ.     

(D) 1206 খ্রিষ্টাব্দ.

 

150. মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায়জাবতিবলতে বোঝায়

(A) পরিমাপ

(B) প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ

(C) শস্য উৎপাদনের মোট পরিমাণ

(D) মোট উৎপাদনের একতৃতীয়াংশ

 

164. নীচের বর্ণিত কোনটিমিতাক্ষরাব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে ?

(A) জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র

(B) প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার ওপর লিখিত ভাষ্য

(C) কৃষি ব্যবস্থার ওপর লিখিত গ্রন্থ

(D) চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত ভাষ্য

 

166. আলাউদ্দিন খিলজী দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন

(A) আইনুল মূলক মুলতানি      

(B) নুসরাত খান        

(C) মালিক কাফুর       

(D) উলুঘ খান

 

172. আকবরইবাদতখানানির্মাণ করেন কোন সালে ?

(A) 1575 খ্রিস্টাব্দে      

(B) 1568 খ্রিস্টাব্দে      

(C) 1571 খ্রিস্টাব্দে      

(D) 1562 খ্রিস্টাব্দে

 

181. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত পাট্টা প্রচলন করেন

(A) শের শাহ     

(B) গিয়াসুদ্দিন মাহমুদ শাহ       

(C) বাহলুল খান লোদী     

(D) হুমায়ুন

 

183. বিরজীস কাদের কে ছিলেন ?

(A) হায়দ্রাবাদের নিজাম  

(B) অযোধ্যার নবাব

(C) মুঘল সম্রাট

(D) বাংলার নবাব

 

 

 

WBCS Preliminary Question – 2019

69. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা নির্মাতা ছিলেন

(A) শাহজাহান     

(B) ওরংজেব       

(C) আকবর     

(D) জাহাঙ্গীর

 

70. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

(A) ফিরোজশাহ তুঘলক     

(B) চন্দ্রগুপ্ত মৌর্য      

(C) বিম্বিসার       

(D) আলাউদ্দিন খিলজী

 

 

 

WBCS Preliminary Question – 2018

27. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন  ?

(A) মান সিংহ     

(B) অমর সিংহ      

(C) উদয় সিংহ       

(D) যশবন্ত সিংহ

 

32. কে ‘হইন্দভ ধর্মোদ্ধারক’ (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?

(A) গুরু রামদাস        

(B) শিবাজি      

(C) প্রথম বাজীরাও       

(D) বালাজী বাজীরাও

 

46. কে ‘খালসা’ প্রবর্তন করেন  ?

(A) গুরু তেগ বাহাদুর     

(B) গুরু নানক       

(C) গুরু গোবিন্দ সিংহ      

(D) গুরু হরগোবিন্দ

 

144. কিতাবউলহিন্দ কার রচনা ?

(A) আলমাসুদি       

(B) আলবিরুনি      

(C) সুলেমান      

(D) ফিরদৌসি

 

174. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন  ?

(A) গিয়াসুদ্দিন বলবন       

(B) ইলতুৎমিস       

(C) আলাউদ্দিন খলজি      

(D) মহম্মদ বিন তুঘলক

 

178. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?

(A) ফিরোজ শাহ তুঘলক     

(B) মহম্মদ বিন তুঘলক      

(C) আলাউদ্দিন খলজি    

(D) সিকান্দার লোদি

 

186. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিনইলাহি / তৌহিদইলাহিতে যোগ দেন  ?

(A) মন সিংহ      

(B) টোডরমল       

(C) ভগবন্ত দাস       

(D) বীরবল

 

191. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?

(A) জাহাঙ্গীর     

(B) শাহজাহান      

(C) আকবার       

(D) ঔরঙ্গজেব

 

197. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?

(A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী      

(B) নাসিরুদ্দিন কুবাচা        

(C) ইলতুৎমিস      

(D) Qকুতুবুদ্দিন আইবক

 

 

 

WBCS Preliminary Question – 2017

31. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল

(A) কাছোয়া       

(B) শিশোদিয়া       

(C) সোলাঙ্কি     

(D) পরামার

 

32. ‘আইনআকবরিগ্রন্থের লেখক হলেন

(A) বদাউনি       

(B) আবুল ফজল        

(C) শেখ মুবারক      

(D) ফৈজি

 

121. ‘রজমনামাযে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —

(A) উপনিষদ    

(B) রামায়ণ     

(C) গীতা      

(D) মহাভারত  

 

122. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?

(A) বাবর      

(B) আকবর      

(C) শাহজাহান      

(D) ঔরঙ্গজেব  

 

123. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —

(A) কুতুবউদ্দিন আইবক     

(B) ইলতুৎমিস      

(C) মহম্মদবিনতুঘলক      

(D) ফিরোজশাহতুঘলক

 

138. ‘সুলকুলনীতি প্রবর্তন করেন

(A) আকবর      

(B) ঔরঙ্গজেব      

(C) জাহান্দার শাহ     

(D) মহম্মদ শাহ  

 

139. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —

(A) তেগ বাহাদুর      

(B) নানক      

(C) গোবিন্দ সিংহ     

(D) অর্জুন দেব  

 

140. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?

(A) সুমিত সরকার      

(B) যদুনাথ সরকার      

(C) সুশোভন চন্দ্র সরকার    

(D) এস গোপাল

 

178. ‘অষ্টদিগ্গজগোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —

(A) প্রথম দেবরায়      

(B) দ্বিতীয় দেবরায়      

(C) বীর নরসিংহ       

(D) কৃষ্ণদেব রায় 

 

 

 

 

WBCS Preliminary Question – 2016

30.  কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত  ?

(A) নসক      

(B) গাল্লাবকস       

(C) জাবতি     

(D) কানকুট

 

36.  ‘তকাভিবলতে কি বোঝায়  ?

(A) কৃষক ঋণ      

(B) এক ধরনের উর্বর জমি       

(C) হিন্দুদের উপর আরোপিত কর      

(D) অনুর্বর জমি

 

41. মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল

(A) উর্দু      

(B) ফার্সি     

(C) ফার্সি এবং আঞ্চলিক ভাষা     

(D) তুর্কি

 

49. নিম্নলিখিত কোন ব্যক্তি দীনইলাহির একজন সদস্য হয়েছিলেন ?

(A) রাজা মান সিং      

(B) টোডরমল       

(C) তানসেন       

(D) রাজা বীরবল

 

53. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) বিজাপুর     

(B) গোলকুণ্ডা      

(C) হাম্পি     

(D) বরোদা 

 

60. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল  ?

(A) বলবন     

(B) রাজিয়া      

(C) জালালউদ্দিন খলজী     

(D) ফিরোজ তুঘলক

 

71. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?

(A) পাল, চোল, পল্লব       

(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট     

(C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট     

(D) পাল, চোল, রাষ্ট্রকুট

 

77. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?

(A) ধর্মপাল     

(B) ধ্রুব      

(C) দেব পাল     

(D) বল্লাল সেন

 

83. নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?

(A) তহকিকহিন্দ       

(B) শাহনামা      

(C) তারিখফিরোজশাহী      

(D) উপরের কোনোটিই নয়

 

200. কে দুআসপা শিআসপা ব্যবস্থা চালু করেছিলেন  ?

(A) শাহজাহান       

(B) আকবর       

(C) জাহাঙ্গীর     

(D) ঔরঙ্গজেব

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Chat