সাধারণ জ্ঞান – WBCS Preliminary Question Paper

 

সাধারণ জ্ঞান - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

46. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

(A) 23শে মার্চ       

(B) 4ঠা জুলাই      

(C) 22শে সেপ্টেম্বর       

(D) 29শে জুন 

 

52. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় ?

(A) 14 জানুয়ারি, 1969     

(B) 4 ডিসেম্বর, 1969     

(C) 27 জানুয়ারি, 1969     

(D) 16 আগস্ট, 1969

 

66. ‘শিক্ষক দিবসভারতে প্রতি বছর পালিত হয়

(A) 5  সেপ্টেম্বর       

(B) 2রা অক্টোবর      

(C) 6 নভেম্বর      

(D) 25শে ডিসেম্বর

 

74. 500 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল

(A) 8 নভেম্বর, 2016     

(B) 1লা জানুয়ারী, 2017     

(C) 15 আগস্ট, 2016     

(D) 31শে মার্চ, 2017

 

75. কেন্দ্রে প্রথম কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

(A) জয়প্রকাশ নারায়ণ       

(B) মোরারজি দেশাই       

(C) চৌধুরী চরণ সিং     

(D) অটল বিহারী বাজপেয়ী

 

86. ভারতের পারমাণবিক শক্তি কমিশন (AEC) 1948 সালে কে প্রতিষ্ঠা করেন ?

(A) P. K. Iyengar      

(B) M. R. Srinivasan      

(C) Vikram Sarabhai       

(D) Homi Bhabha

 

111. NIDM গঠিত হয়েছিল 2006 – নীচের কোনটি সঠিক ?

(1995)

(A) ভুল      

(B) ঠিক      

(C) মানব সম্পদ মন্ত্রক দ্বারা      

(D) বিদেশ মন্ত্রক দ্বারা

 

151. ‘Queen Pineapple’ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন :

1. এটি নাগাল্যান্ডের রাজ্য ফল

2. এটি 2015 সালে ভৌগোলিক ইঙ্গিত (GI) ট্যাগ পেয়েছিল

   উপরোক্ত বিবৃতি গুলির মধ্যে কোনটি /কোনগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1       

(B) কেবলমাত্র 2     

(C) 1 এবং 2 উভয়ই      

(D) উপরের কোনোটিই নয়

 

156. PCMA (2006) শব্দাংশ হল পূর্ণভাবে

(A) Prohibition of Child Marriage Act

(B) Parent-Child Maintenance Act

(C) Pollution Control and Monitoring Act

(D) Parental Care and Maintenance Act

 

163. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য Chancellor’ হলেন

(A) রাজ্যের রাজ্যপাল

(B) রাজ্যের মুখ্যমন্ত্রী

(C) রাজ্যের শিক্ষামন্ত্রী

(D) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

 

184. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন

(A) অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জী

(B) অধ্যাপক অমর্ত্য কুমার সেন

(C) অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও

(D) অধ্যাপক টি. এন. শ্রীনিবাসন

 

 

 

WBCS Preliminary Question – 2019

166. সিকিমের শেষ স্বাধীন শাসক কে ?

(A) ফুন্টসগ নামগেয়াল      

(B) তেনসুং নামগেয়াল       

(C) তাশি নামগেয়াল       

(D) পালদেন নামগেয়াল

 

169. ইরানের মুদ্রা কী ?

(A) ইরানি রিয়াল      

(B) ইরানি রুবেল       

(C) ইরানি দিনার      

(D) ইরানি ডলার

 

170. World Day for War Orphans কবে পালিত হয় ?

(A) 3রা জানুয়ারি       

(B) 4ঠা জানুয়ারি     

(C) 5 জানুয়ারি       

(D) 6 জানুয়ারি

 

173. ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় ?

(A) মিজোরাম      

(B) ত্রিপুরা      

(C) অরুণাচলপ্রদেশ       

(D) সিকিম

 

174. এঁদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন নি ?

(A) হারবার্ট হুভার        

(B) জিরাল্ডিন ফোর্ড     

(C) কেলভিন কুলিজ     

(D) জেমস বুচানান  

 

 

 

WBCS Preliminary Question – 2018

71. খাদ্য কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বরকে কী বিশেষ দিন হিসাবে পালন করে

(A) বিশ্ব ভূমি দিবস      

(B) বিশ্ব স্বাস্থ্য দিবস      

(C) বিশ্ব জলসেচ দিবস      

(D) বিশ্ব অনাহার প্রতিরোধ দিবস

 

169. ‘আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানরাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি‘— গ্রন্থটির লেখক কে ?

(A) নীরদ সি. চৌধুরী     

(B) অমিত চৌধুরী       

(C) অমর্ত্য সেন       

(D) অরুন্ধতী রায়

 

179. ২০১৭ সালের ১৬ই নভেম্বর থেকে ২০ নভেম্বর কী নামশিশু অধিকার দিবসপালিত হয় ?

(A) সমর্থ, ২০১৭      

(B) সমৃদ্ধি, ২০১৭       

(C) হউসলা, ২০১৭      

(D) হুনার, ২০১৭

 

 

 

WBCS Preliminary Question – 2017

30. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র       

(B) ইউনাইটেড কিংডম        

(C) কানাডা       

(D) ফ্রান্স

 

48. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে —

(A) রাষ্ট্রসংঘ       

(B) এশিয়ার উন্নয়ন ব্যাঙ্ক        

(C) বিশ্ব ব্যাঙ্ক      

(D) বিশ্ব বাণিজ্য সংস্থা

 

177. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় — 

(A) সেপ্টেম্বর 12 –     

(B) সেপ্টেম্বর 14 –       

(C) সেপ্টেম্বর 16 –     

(D) সেপ্টেম্বর 20 – 

 

185. বিশ্ব ব্যাঙ্কএর কেন্দ্রীয় দপ্তর অবস্থিত যেখানে —

(A) নিউইয়র্ক       

(B) ওয়াশিংটন ডি সি     

(C) ভিয়েনা      

(D) ব্রাসেলস

 

 

 

WBCS Preliminary Question – 2016

43. বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়  ?

(A) 15 জানুয়ারি     

(B) 15 ফেব্রুয়ারি     

(C) 15 মার্চ     

(D) 15 এপ্রিল

 

 

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Chat