Report – প্রতিবেদন – Bengali – WBPSC Miscellaneous Main Question Paper

Report - প্রতিবেদন - Bengali - WBPSC Miscellaneous Main Question Paper

 

Miscellaneous Main Question – 2019

১| আপনার অঞ্চলে করোনা অতিমারী প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে , তাদের বিষয়ে একটি প্রতিবেদন নিজস্ব ভাষায় রচনা করুন ।                          40

অথবা ,

 

‘সমাজে সাহিত্যের প্রভাব’— সম্পর্কে আপনার অভিমত একটি প্রতিবেদন আকারে লিখুন । (প্রয়োজন-অনুসারে নিজ নাম, ঠিকানার পরিবর্তে ক , খ , গ ইত্যাদি লিখুন । )

 

 

 

Miscellaneous Main Question – 2018

৩| ‘নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব’ এই বিষয়কে অবলম্বন করে নিজস্ব ভাষায় একটি প্রতিবেদন রচনা করুন।                                                                            40

অথবা ,

‘বাংলা বিনোদন সাহিত্য’ প্রসঙ্গে আপনার অভিমত একটি প্রবেদনের আকারে লিখুন ।

(প্রয়োজন অনুসারে নামের পরিবর্তে ক , খ , গ ইত্যাদি লিখুন )

 


Sponsored

 

Miscellaneous Question Paper – 2010

৩| (ক) শব্দবিধি লঙ্গন ক’রে মাইক ব্যবহৃত হছে — এই বিষয়ে অবলম্বন নিজের ভাষায় একটি প্রতিবেদন রচনা করুন ।  40

অথবা ,

(খ) ‘বংশমর্যাদা রক্ষার্থে তরুণ বা তরুণীর হত্যা’ — এ বিষয় আপনার সুচিন্তিত মতামত একটি প্রতিবেদনের আকারে রচনা করুন ।

 

(বি.দ্র.— নাম, ঠিকানার  পরিবর্তে ক , খ , গ ইত্যাদি লিখুন ।)

 

 

 

Miscellaneous Question Paper – 2009

৩| বৃদ্ধ পিতা-মাতা নিজেদের জীবনরক্ষার কারণে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এই বিষয়কে অবলম্বন করে নিজস্ব ভাষায় একটি প্রতিবেদন রচনা করুন।   40

‘অথবা’

‘দূরশিক্ষা’ শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে এক নতুন দিগন্ত — এ বিষয়ে আপনার মতামত একটি প্রতিবেদন আকারে রচনা করুন ।

 

Sponsored


 

Miscellaneous Question Paper – 2007

১। একজন ট্যাক্সিচালকের সততা অবলম্বন করে আপনার সুচিন্তিত অভিমত একটি প্রতিবেদনের আকারে রচনা করুন ।        ৪০

অথবা,

নদীয়া জেলায় একটি বিরল প্রজাতির অজগর ধরা পড়ার ব্যাপারে আপনার নিজস্ব ভাষায় একটি প্রতিবেদন রচনা করুন ।   ৪০

নিজের নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ এইসব সংকেত ব্যবহার করুন।

 

 

 

Miscellaneous Question Paper – 2006

১। দেশের ঐতিহাসিক ও পুরতাত্ত্বি ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কে আপনার সুনিশ্চিত অভিমত জানিয়ে একটি প্রতিবেদন রচনা করুন ।      ৪০

অথবা

দূষণ বৃদ্ধি পাচ্ছে — তার ব্যাপকতা ও প্রতিরোধ সম্পর্কে আপনার মতামত একটি প্রতিবেদনের আকারে জানান ।       ৪০

নিজের নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ এইসব সংকেত ব্যবহার করুন।  

 



 

Miscellaneous Question Paper – 2005

১। রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ বিষয়ে আপনার সুচিন্তিত অভিমত জানিয়ে একটি রচনা করুন ।

অথবা

কলকাতায় যানজটের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন ।

প্রয়োজন হলে নিজের নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ ইত্যাদি লিখুন ।    ৪০

 

 

 

Miscellaneous Question Paper – 2004

১। নোবেল পদক সহ রবীন্দ্রস্মারক চুরির ঘটনা আমাদের জাতীয় লজ্জা ও দায়িত্বহীনতার পরিচায়ক অবশ্যই । কিন্তু তার থেকেও বড় লজ্জা রবীন্দ্র-বিস্মৃতি ও জাতী ঐতিহ্যজ্ঞানহীনতা । এ সম্পর্কে নিজের সূচিন্তত অভিমত জানিয়ে একটি প্রতিবেদন রচনা করুন ।     ৪০

অথবা,

মঙ্গলবার (৬ই  এপ্রিল ,২০০৪) গভীর রাতে কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত কলকাতার চিত্র দিয়ে একটি প্রতিবেদন রচনা করুন ।

(বি.দ্র. : প্রয়োজন হলে নিজের  নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ ইত্যাদি লিখুন ।    ৪০

 

Sponsored


 

Miscellaneous Question Paper – 2003

১। সাম্প্রদায়িকতা ভারতের জাতীয় জীবনে এক অভিশাপ – এই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন ।

অথবা,

আপনার অঞ্চলে আর্সেনিক যুক্ত পানীয় জলের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন ।

(বি.দ্র. : প্রয়োজন হলে নিজের নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ ইত্যাদি লিখুন । )   ৪০

 

 

 

Miscellaneous Question Paper – 2002

১। দেশে নির্বাচনের জন্য যে সুস্থ-স্বাভাবিক পরিবেশের প্রয়োজন হয় , তাকে উপেক্ষা করে সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে দলীয় স্বার্থসিদ্ধির জন্য নির্বাচনের নামে প্রহসন রচনা করা হয় । এ বিষয়ে আপনার সুচিন্তত অভিমত প্রতিবেদন আকারে পেশ করুন। ৪০

অথবা,

“প্রতীচী ট্রাস্টের” রিপোর্ট পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে আপনার সুচিন্তত অভিমত জানিয়ে একটি প্রতিবেদন রচনা করুন। ৪০

(বি.দ্র. : প্রয়োজন হলে নিজের নাম বা ঠিকানার পরিবর্তে ক, খ, গ ইত্যাদি লিখুন । )   ৪০

 

 

 

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×