গান্ধীজি ও গণ আন্দোলন 1915-র পরে – ইতিহাস – WBCS Preliminary Question Paper

 

গান্ধীজি ও গণ আন্দোলন 1915-র পরে - ইতিহাস – WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

43. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

(A) মহাত্মা গান্ধী      

(B) সুভাষচন্দ্র বসু      

(C) চিত্তরঞ্জন দাস       

(D) মতিলাল নেহেরু

 

49. খোদাখিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) আব্বাস তায়েবজী       

(B) খান আব্দুল গফ্ফর খান      

(C) মৌলানা আজাদ      

(D) ডঃ আনসারি

 

61. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাতডান্ডি পদযাত্রাদিয়ে শুরু হয় ?

(A) খিলাফত আন্দোলন

(B) অসহযোগ আন্দোলন

(C) আইন অমান্য আন্দোলন

(D) ভারত ছাড়ো আন্দোলন

 

73. ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনেরপিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কর মস্তিষ্ক সক্রিয় ছিল ?

(A) গণেশ ঘোষ       

(B) চন্দ্রশেখর আজাদ        

(C) সূর্য সেন        

(D) লালা হরদয়াল

 

90. কংগ্রেসের কোন অধিবেশনেপূর্ণ স্বরাজেরদাবি ঘোষিত হয় ?

(A) লাহোর কংগ্রেস       

(B) সুরাট কংগ্রেস       

(C) কলকাতা কংগ্রেস      

(D) নাগপুর কংগ্রেস

 

94. কেন রবীন্দ্রনাথ ঠাকুরনাইটউপাধি প্রত্যাখ্যান করেছিলেন ?

(A) বঙ্গবিভাজনের বিরুদ্ধে

(B) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে

(C) অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে

(D) আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে

 

132. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ?

(A) বল্লভভাই প্যাটেল      

(B) মহাত্মা গান্ধী      

(C) চমনলাল       

(D) রাজাগোপালাচারী

 

144. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) সুভাষচন্দ্র বসু      

(B) রাসবিহারী বসু     

(C) যদুগোপাল মুখোপাধ্যায়     

(D) হেমচন্দ্র ঘোষ

 

152. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) স্যার সৈয়দ আহমেদ খান

(B) ধন্দো কেশব কার্ভে

(C) স্যার উইলিয়াম হান্টার

(D) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

 

161. ‘লবণ সত্যাগ্রহকোন সালে হয় ?

(A) 1929       

(B) 1930      

(C) 1931      

(D) 1932

 

162. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ?

(A) 1946     

(B) 1945     

(C) 1942     

(D) 1940

 

167. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ?

(A) 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে 

(B) 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

(C) 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে

(D) 8 ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে

 

 

 

WBCS Preliminary Question – 2019

51. ‘ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে,’— এই মন্তব্য করেন

(A) লর্ড মাউন্টব্যাটেন     

(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ     

(C) জহরলাল নেহেরু     

(D) উপরের কেউ নন

 

53. ‘পাকিস্তানপ্রস্তাবটির জনক কে ?

(A) আসফ আলি     

(B) মহম্মদ আলি জিন্না    

(C) এইচ. এস. সুহরাওয়ার্দি     

(D) চৌধুরী রহমত আলি

 

54. ক্রিপস মিশন প্রস্তাব একটিফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেকএর মতো‘— এই উক্তি কার ?

(A) সর্দার বল্লভভাই প্যাটেল      

(B) মহাত্মা গান্ধী      

(C) সুভাষ চন্দ্র বসু     

(D) জহরলাল নেহেরু

 

55. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়

(A) অমৃতসর      

(B) দিল্লিতে       

(C) জলন্ধর      

(D) লাহোর

 

58. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি ছিল

(A) অসহযোগ আন্দোলন     

(B) ভারতছাড় আন্দোলন     

(C) নীল বিদ্রোহ     

(D) লবণ আন্দোলন

 

59. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?

(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন

(B) কাকোরী ষড়যন্ত্র মামলা

(C) আইন অমান্য আন্দোলন

(D) হোমরুল আন্দোলন

 

62. ভারত পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

(A) লর্ড মাউন্টব্যাটেন       

(B) স্যার সিরিল রাডক্লিফ     

(C) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস     

(D) স্যার পেথিক লরেন্স

 

63. স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন

(A) বিঠলভাই জে প্যাটেল ডঃ আনসারি

(B) এম. এন. রায় মুজফফর আহমেদ

(C) মতিলাল নেহরু সি. আর. দাশ

(D) বি আর আম্বেদকর পি সি যোশী

 

64. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন ?

(A) অ্যানি বেসান্ত      

(B) মিরা বেন      

(C) সরোজিনী নাইডু      

(D) সরলা দেবী চৌধুরানী

 

114.  ‘United Sovereign Bengal’ –এর advocate-দের মধ্যে একজন ছিলেন ?

(A) H.S. Surhawardi    

(B) Shyamaprasad Mukherjee    

(C) Maulana Abdul Kalam Azad    

(D) উপরের কেউই নন

 

176. 1932 সালেঅল ইন্ডিয়া হরিজন সমাজপ্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) সি. আর. দাশ      

(B) সুভাষচন্দ্র বসু       

(C) জহরলাল নেহরু       

(D) এম. কে. গান্ধি

 

177. গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) লালা লাজপত রাই      

(B) লালা হরদয়াল      

(C) ভগৎ সিং      

(D) কুনওয়ার সিং 

 

178. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল ?

(A) সিঙ্গাপুর      

(B) টোকিওতে      

(C) বার্লিন      

(D) রোম

 

179. আই. এন. . – বিখ্যাত বিচারমামলা দিল্লীর লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

(A) 1945       

(B) 1946       

(C) 1947      

(D) 1948

 

180. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানেভারত ছাড়আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ?

(A) ওয়ার্ধা      

(B) বারানসী       

(C) কলকাতা       

(D) দিল্লী

 

181. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ?

(A) বাল গঙ্গাধর তিলক    

(B) লালা লাজপৎ রাই     

(C) পি. সীতারামাইয়া      

(D) সি. রাজাগোপালাচারি

 

182. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারবন্দে মাতরমগানটি গাওয়া হয় ?

(A) 1920 অধিবেশন     

(B) 1906 অধিবেশন       

(C) 1896 অধিবেশন       

(D) 1922 অধিবেশন

 

183. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?

(A) 1918      

(B) 1920       

(C) 1922     

(D) 1924

 

184. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে ?

(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(B) উমেশ চন্দ্র ব্যানার্জি

(C) অরবিন্দ ঘোষ

(D) বিপিন চন্দ্র পাল

 

185. ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ‘ — কে প্রতিষ্ঠা করেন ?

(A) রাসবিহারী বসু     

(B) সুভাষ চন্দ্র বসু      

(C) মহাত্মা গান্ধী      

(D) জহরলাল নেহেরু

 

186. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

(A) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

(B) মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

(C) মিন্টোমরলে রিফর্মস

(D) মাউন্টব্যাটেন পরিকল্পনা

 

187. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনেপূর্ণ স্বাধীনতাঅর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল  ?

(A) লাহোর, 1929      

(B) লক্ষ্ণৌ, 1916      

(C) ত্রিপুরী, 1939      

(D) বোম্বে, 1940

 

188. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল ?

(A) কম্যুনাল আওয়ার্ড

(B) সাইমন কমিশনের আগমন

(C) অসহযোগ আন্দোলন

(D) Rowlatt আইন প্রণয়ন

 

189. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?

(A) লাহোর      

(B) দিল্লী     

(C) বোম্বে     

(D) লক্ষ্ণৌ

 

190. কোন আইন কে ‘Black-Bill’ বলা হত ?

(A) Rowlatt অ্যাক্টকে     

(B) Pitt ইন্ডিয়া অ্যাক্টকে     

(C) দা রেগুলেটিং অ্যাক্টকে     

(D) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে

 

191. ‘ নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ ‘ —এই মন্তব্যটি কে করেছিলেন ?

(A) মৌলানা আজাদ     

(B) মহাত্মা গান্ধি      

(C) স্যার মহম্মদ ইকবাল      

(D) আব্দুল গফফর খান

 

192. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?

(A) মহম্মদ আলি জিন্না    

(B) . জাকির হুসেন     

(C) ফকরুদ্দিন আলি আহমেদ       

(D) আলি ভাইয়েরা

 

193. “সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তুপে নিক্ষেপ করা উচিত ” — এই কথা কে বলেছিলেন ?

(A) এম.কে. গান্ধী       

(B) শিবস্বামী আয়ার       

(C) মহম্মদ আলি জিন্না     

(D) জহরলাল নেহরু

 

194. কোন দিনকে মুসলিম লীগপ্রত্যক্ষ সংগ্রাম দিবসবলে ঘোষণা করেছিল ?

(A) 3 সেপ্টেম্বর, 1946      

(B) 16 আগস্ট, 1946     

(C) 16 মে, 1946      

(D) 4 ডিসেম্বর, 1946

 

195. 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত

(A) মহাত্মারডান্ডি অভিযান‘ –এর সঙ্গে

(B) ‘ভারতছাড়আন্দোলনের সঙ্গে

(C) ‘বঙ্গবিভাগ‘ –এর সঙ্গে

(D) ‘ভারত বিভাগ‘ –এর সঙ্গে

 

198. পাকিস্তানএর ধারণা প্রথম কে ভাবেন ?

(A) মহম্মদ ইকবাল     

(B) এম. . জিন্না      

(C) সৌকর আলি     

(D) আগা খান  

 

199. Rowlatt আইন কত সালে প্রণীত হয় ?

(A) 1917       

(B) 1919      

(C) 1921      

(D) 1923

 

 

 

WBCS Preliminary Question – 2018

29. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857″ ?

(A) ভাইসরয় লর্ড লিনলিথগো     

(B) ফ্রাঙ্কলিন রুজভেল্ট      

(C) চিয়াং কাই শেক     

(D) উইনস্টন চার্চিল

 

30. সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল

(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি      

(B) আজাদ হিন্দ ফৌজ      

(C) রেভোলিউশনারি ফ্রন্ট      

(D) ফরওয়ার্ড ব্লক

 

33. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

(A) জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা ।

(B) মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা ।

(C) ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা ।

(D) পাকিস্তান প্রস্তাব গ্রহণ

 

43. মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করছিলো কেনো ?

(A) মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।

(B) এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি ।

(C) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।

(D) মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল ।

 

60. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?

(A) ভি. ভি. গিরি      

(B) সুভাষচন্দ্র বসু       

(C) লালা লাজপত রাই     

(D) সি. আর. দাস

 

67. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগপ্রতিষ্ঠা করেন

(A) তিলক     

(B) সুভাষ বোস     

(C) সি. আর. দাশ      

(D) রাসবিহারী বোস

 

72. নিম্নলিখিতদের মধ্যে কেনিউ ল্যাম্পস ফর ওল্ডএই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?

(A) অরবিন্দ ঘোষ       

(B) আর. সি. দত্ত      

(C) সৈয়দ আহমেদ খান      

(D) উপরের কোনোটিই নয়

 

73. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন

(A) সি. রাজাগোপালাচারি       

(B) জে. বি. কৃপালিনী       

(C) জওহরলাল নেহেরু      

(D) মৌলানা আবুল কালাম আজাদ

 

80. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

(A) গৌহাটি অধিবেশনে (1926)

(B) মাদ্রাজ অধিবেশনে (1927)

(C) লাহোর অধিবেশনে (1929)

(D) করাচী অধিবেশনে (1931)

 

97. কংগ্রেস কর্তৃক গঠিতজাতীয় পরিকল্পনা কমিটি সভাপতি কে ছিলেন ?

(A) আসফ আলি       

(B) জওহরলাল নেহেরু     

(C) তেজ বাহাদুর সপ্রু      

(D) রাজেন্দ্র প্রাসাদ

 

107. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন’ ?

(A) ভি রামাস্বামী নাইকার     

(B) সি ভি রমন পিল্লাই      

(C) বই আর আম্বেদকর     

(D) জ্যোতিবা ফুলে

 

114. ‘হিন্দহিন্দীহিন্দুকে প্রচার করেছিলেন  ?

(A) লালা লাজপত রাই

(B) মদন মোহন মালব্য

(C) শ্যামাপ্রসাদ মুখার্জী 

(D) বাল গঙ্গাধর তিলক

 

120. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?

(A) মোতিলাল নেহেরু       

(B) চিত্তরঞ্জন দাশ      

(C) গান্ধীজি      

(D) হসরত মোহানি

 

134. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?

(A) সাতারা       

(B) পুনে      

(C) বেলগাঁও      

(D) বেরার

 

141. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?

(A) স্বরাজ দল

(B) 1936 – কংগ্রাস

(C) 1942 – মুসলিম লীগ

(D) 1946 – সর্বদলীয় সম্মেলন

 

147. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

(A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না

(B) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল

(C) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী

(D) উপরের কোনোটিই নয় 

 

172. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) ফজলুল হক      

(B) জাফর আলি খান      

(C) আল্লাহ বক্স      

(D) করম শাহ

 

175. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?

(A) লালা হংসরাজ       

(B) পণ্ডিত গুরুদত্ত       

(C) স্বামী দয়ানন্দ সরস্বতী      

(D) লালা লাজপত রাই

 

194. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরএর জন্য 1946 সালে Break down plan” প্রস্তাব করেন

(A) উইনস্টন চার্চিল      

(B) ভাইসরয় লর্ড ওয়াভেল        

(C) লর্ড মাউন্টব্যাটন      

(D) ক্লিমেন্ট অ্যাটলি

 

 

 

WBCS Preliminary Question – 2017

74. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

(A) জুলাই, 1947     

(B) জুন, 1946      

(C) আগস্ট, 1947      

(D) আগস্ট, 1946

 

75. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন

(A) লর্ড মাউন্টব্যাটেন       

(B) মহম্মদ আলি জিন্না     

(C) সৈয়দ আমীর আলী     

(D) মহম্মদ শেখ আবদুল্লা

 

76. ফরওয়ার্ড ব্লকএর প্রতিষ্ঠাতা ছিলেন  —

(A) সুভাষচন্দ্র বসু     

(B) রাসবিহারী বসু      

(C) চিত্তরঞ্জন দাশ      

(D) চক্রবর্তী রাজাগোপালাচারী

 

77. কত সালে এবং কোথায় মুসলিম লিগপাকিস্তান প্রস্তাবগ্রহণ করেছিল ?

(A) 1929, লাহোর     

(B) 1930, এলাহাবাদ       

(C) 1940, লাহোর      

(D) 1940, ঢাকা

 

96.  কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

(A) চৌরিচৌরা      

(B) রাওলাট আইন     

(C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড      

(D) ডান্ডি মার্চ  

 

98. জালিয়ানওয়ালাবাগএর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?

(A) 1906, অমৃতসর     

(B) 1906, লাহোর      

(C) 1919, করাচি       

(D) 1919, অমৃতসর  

 

99. আজাদ হিন্দ ফৌজএর প্রতিষ্ঠাতা কে  ?

(A) সুভাষচন্দ্র বোস       

(B) রাসবিহারী বসু      

(C) শাহনওয়াজ খান       

(D) ক্যাপ্টেন মোহন সিং  

 

100. ‘স্বরাজ আমাদের জন্মগত অধিকার‘ — উক্তিটি কার ?

(A) লালা লাজপত রায়     

(B) অরবিন্দ ঘোষ       

(C) নেতাজি সুভাষচন্দ্র বসু     

(D) বালগঙ্গাধর তিলক  

 

108. জাতীয় কংগ্রেস মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) 1907 সালে     

(B) 1911 সালে       

(C) 1916 সালে     

(D) 1919 সালে  

 

109. জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?

(A) পূর্ণ স্বরাজ      

(B) ডমিনিয়ন স্ট্যাটাস       

(C) ভারতছাড়ো    

(D) এর কোনোটিই নয়  

 

110.  কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি ‘Post-Dated Cheque’ বলে অভিহিত করেছিলেন ?

(A) মৌলানা আবুল কালাম আজাদ     

(B) সর্দার বল্লভভাই প্যাটেল      

(C) মহাত্মা গান্ধি     

(D) বি. আর. আম্বেদকর  

 

152. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজিকরেঙ্গে ইয়ে মরেঙ্গে‘ –এর ডাক দিয়েছিলেন  ?

(A) খিলাফৎ আন্দোলন      

(B) নৌ বিদ্রোহ       

(C) ভারত ছাড়ো আন্দোলন     

(D) দলিতহরিজন আন্দোলন  

 

153.  কোন সালে কার নেতৃত্বেচট্টগ্রাম অস্ত্রাগারলুণ্ঠিত হয়  ?

(A) 1930,  সূর্য সেন      

(B) 1929, বটুকেশ্বর দত্ত      

(C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল      

(D) 1930, রামপ্রসাদ বিসমিল

 

173. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

(A) বি. জি. তিলক     

(B) এন এম লোখান্ডি       

(C) এম. কে গান্ধি      

(D)  বি. আর. আম্বেদকর  

 

191. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

(A) ক্রিপস মিশন       

(B) ক্যাবিনেট মিশন      

(C) সাইমন কমিশন      

(D) হান্টার কমিশন  

 

192. কারাপ্রত্যক্ষ সংগ্রাম‘ –এর (Direct Action) ডাক দেয় কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?

(A) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

(B) জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)

(C) হিন্দু মহাসভা (3 জুন, 1942)

(D) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945) 

 

197. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন

(A) চক্রবর্তী রাজাগোপালাচারী     

(B) ক্লিমেন্ট এটলি      

(C) লর্ড ওয়েভেল       

(D) লর্ড মাউন্টব্যাটেন  

 

 

 

WBCS Preliminary Question – 2016

46. ‘ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধএর আত্মসমর্পণভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন  ?

(A) সইফুদ্দিন কিচলু      

(B) এম এন রায়     

(C) সি. রাজাগোপালাচারী    

(D) মৌলানা মহ: আলি

 

52. ডান্ডি মার্চএর সঙ্গে শুরু হয়

(A) হোমরুল আন্দোলন     

(B) অসহযোগ আন্দোলন      

(C) আইন অমান্য আন্দোলন     

(D) ভারতছাড়ো আন্দোলন

 

68. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি  ?

(A) বিহার      

(B) মাদ্রাজ      

(C) ওড়িশা      

(D) পাঞ্জাব

 

75. 1942 –এর ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন  ?

(A) লিনলিথগো       

(B) উইলিংটন       

(C) ওয়াভেল      

(D) মিন্টো

 

86. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

(A) কনজারভেটিভ পার্টি      

(B) লেবার পার্টি     

(C) লিবারাল পার্টি     

(D) অফিসিয়াল পার্টি

 

107. ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?

(A) মহাত্মা গান্ধি       

(B) জহরলাল নেহেরু      

(C) জে বি কৃপালনী    

(D) সর্দার প্যাটেল

 

113. 1921 –এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?

(A) আসাম      

(B) কেরল      

(C) পাঞ্জাব     

(D) বাংলা

 

120. স্বরাজদল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল ?

(A) 1923, 1926      

(B) 1919,  1923      

(C) 1920, 1926       

(D) 1919, 1920

 

139. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না  ?

(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস     

(B) লর্ড ওয়াভেল       

(C) স্যার পেথিক লরেন্স     

(D) ভি আলেকজান্ডার

 

155. ‘হিন্দু মজদুর সংঘ‘ –এর প্রতিষ্ঠাতা ছিলেন  ?

(A) এন এম যোশি       

(B) ভি বি প্যাটেল      

(C) জি এল নন্দ     

(D) দাদাভাই নওরোজী

 

160. কোন বৎসর সুভাষচন্দ্র বসু জার্মানীতেমহানিষ্ক্রমণঘটেছিল  ?

(A) 1939     

(B) 1940        

(C) 1941     

(D) 1942

 

163. কে 1932 খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন  ?

(A) জিন্নাহ      

(B) সৈয়দ আহমেদ      

(C) রামজে ম্যাকডোনাল্ড     

(D) লর্ড কার্জন

 

166. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল  ?

(A) রাসবিহারী বসু, 1942

(B) সুভাষচন্দ্র বসু, 1943

(C) ক্যাপ্টেন মোহন সিংয়এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942

(D) উপরোক্ত কোনো ব্যক্তি নয়

 

171. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল  ?

(A) 555     

(B) 558      

(C) 560     

(D) 562

 

175. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ হয়েছিল ?

(A) শহীদ ভূমি     

(B) ‘শহীদস্বরাজদ্বীপ     

(C) আজাদ হিন্দুস্তান    

(D) জয় হিন্দি দ্বীপ

 

197. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?

(A) দিল্লি      

(B) লাহোর      

(C) পুনে     

(D) সুরাট

 

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×