Science – WB Police Constable Prelim Previous Year Question Paper

Science – WB Police Constable Prelim Previous Year

Science - WB Police Constable Prelim Previous Year Question Paper

WBP Constable Prelim Question – 2019

  1. মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে ?

(A) বেগুনি (violet)

(B) কালো (black)

(C) নীল (blue)

(D) লাল (red)

 

  1. Atom : Molecule :: Cell : ?

(A) Organism

(B) Organ

(C) Tissue

(D) Matter

 

  1. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM‘ এর পুরো কথাটি হল

(A) Global System for Mobile

(B) Geo Station for Mobility

(C) Global System for Mobility

(D) Geo Satellite for Mobile

 

  1. ফটোগ্রাফিক ফিল্ম’ -এর আলোক চিত্র পরিস্ফুট (develop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?

(A) সিলভার ব্রোমাইড

(B) হাইড্রোকুইনন

(C) সোডিয়ম সালফেট

(D) সোডিয়ম কার্বোনেট

 

  1. রামধনু (Rainbow)’ কেন হয় ?

(A) আলোর প্রতিসরণ (refraction) ও বিকিরণের (dispersion) জন্য

(B) আলোর প্রতিসরণ (refraction) ও প্রতিফলনের (reflection) জন্য

(C) আলোর বিক্ষেপ (scattering) ও প্রতিসরণের (refraction) জন্য

(D) আলোর বিচ্ছুরণ (diffraction) ও প্রতিসরণের (refraction) জন্য

 

  1. অগ্নি প্রতিরোধক পোশাক (firefighting clothes) কী দিয়ে তৈরি হয় ?

(A) অভ্র (mica)

(B) ক্যাডমিয়ম

(C) সুতী কাপড় (cotton)

(D) আসবেসটস 

 

  1. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারীভাবে ঘোষিত হয়েছিল ?

(A) উগান্ডা

(B) শ্রীলঙ্কা

(C) অস্ট্রেলিয়া

(D) পাকিস্তান

Sponsored


  1. ‘স্যাকারিন’ কী দিয়ে তৈরি হয় ?

(A) টলুইন

(B) বিউটেন

(C) প্রোপেন

(D) ফেনল

 

  1. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয় ?

(A) দুর্বল দাঁত

(B) অ্যানিমিয়া

(C) গয়টার (Goitre)

(D) ক্ষুধামান্দ্য (loss of appetite)

 

  1. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (organ)- এর নাম কী ?

(A) মস্তিস্ক (brain)

(B) হৃদযন্ত্র (heart)

(C) কিডনি (kidney)

(D) লিভার (liver)

 

  1. ‘ভারী জল (Heavy water)’ কী ?

(A) খনিজ মিশ্রিত জল

(B) হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল

(C) ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল

(D) ওজোন গ্যাস মিশ্রিত জল

 

  1. 1GB = _____ bytes.

(A) 10³

(B) 10¹²

(C) 10⁹

(D) 10⁶

 

  1. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় ?

(A) বর্ষাকালে (Rainy Season)

(B) গরমকালে (Summer)

(C) শীতকালে (Winter)

(D) বসন্তকালে (Spring)

 

  1. কিলোওয়াট-ঘণ্টা কীসের একক ?

(A) শক্তি (energy)

(B) ভরবেগ (momentum)

(C) বল (force)

(D) ক্ষমতা (power)


Sponsored
  1. ওডোমিটার‘ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় ?

(A) অতিক্রান্ত দূরত্ব

(B) এরোপ্লেনের গতিবেগ

(C) তেজস্ক্রিয়তা

(D) বৈদ্যুতিক শক্তি

 

89 . নীচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?

(A) মাখন (butter)

(B) দুধ (milk)

(C) লেটুস (lettuce)

(D) মাছ (fish)

 

  1. স্পঞ্জ কী ?

(A) জীবাশ্ম (Fossil)

(B) ছত্রাক (Fungus)

(C) জীবদেহ (Animal)

(D) উদ্ভিদ (Plant)

 

  1. কীসের অভাবের জন্য দুধকে এখন সুষমখাদ্য (balanced diet) বলে না ?

(A) ম্যাগনেশিয়াম ও ভিটামিন-ডি

(B) লোহা (iron) ও ভিটামিন-এ

(C) ক্যালসিয়াম ও ভিটামিন-সি

(D) লোহা (iron) ও ভিটামিন-সি

 

Sponsored


 

WBP Constable Prelim Question – 2018

  1. কম্পিউটারের (computer) প্রথম ভাষা (first language) ছিল

(A) PASCAL

(B) FOXPRO

(C) FORTRAN

(D) COBOL

 

  1. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ?

(A) স্ট্রেপটোকক্কাস (Streptococcus)

(B) স্ট্যাফিলোকক্কাস (Staphylococcus)

(C) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)

(D) সালমোনেল্লা (Salmonella)

 

  1. কীসের বেগ (speed) মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয় ?

(A) ম্যাগলেভ (Maglev)

(B) চিতবাঘ

(C) বুলেট ট্রেন (Bullet Train)

(D) জাহাজ

 

  1. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?

(A) জে. এল. বেয়ার্ড

(B) জন নেপিয়ার

(C) শকলে

(D) সোলেস

 

  1. ‘কাপড় কাচার সোডা’ (washing soda) হল

(A) সোডিয়াম বাই কার্বোনেট

(B) ক্যাল্সিয়ম কার্বোনেট

(C) হাইড্রটেড সোডিয়াম কার্বোনেট

(D) সোডিয়ম ক্লোরাইড

 

  1. খাদ্য সংরক্ষণের (Food preservation) জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?

(A) অ্যাসেটিক অ্যাসিড

(B) বেনজোয়িক অ্যাসিড

(C) টারটারিক অ্যাসিড

(D) সোডিয়ম বাই কার্বোনেট

 

  1. ‘হাইড্রোপোনিক্স’ (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত ?

(A) হাইড্রোজেন যুক্ত যৌগ

(B) বংশ পরম্পরা

(C) মাটি ছাড়া গাছের প্রতিপালন

(D) জল

 

  1. নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে ?

(A) সূর্যমুখী (Sunflower)

(B) মটরশুঁটি (Pea)

(C) জোয়ার (Sorghum)

(D) আলু (Potato)

 

  1. নিম্নের কোনটি ‘ তাপ ‘ (heat) পরিমাপের একক (unit) ?

(A) ভোল্ট

(B) নিউটন

(C) ফ্লাক্স

(D) জুল

 



 

WBP Constable Prelim Question – 2016

  1. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো :

(A) ঊধর্বপতন

(B) ঘনীভবন

(C) বাষ্পীভবন

(D) অবক্ষেপণ

 

  1. নিম্নলিখিত কোন্ রঙগুলিকে মৌলিক রঙ বলা হয় ?

(A) নীল, লাল, হুলুদ

(B) লাল, হলুদ, সবুজ

(C) হলুদ, নীল, সবুজ

(D) লাল, নীল, সবুজ

 

  1. Computer Software-এ PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো :

(A) Portable Document Format

(B) Portable Digital Form

(C) Printable Digital Format

(D) Printable Document Format

 

  1. যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হল :

(A) পিটুইটারী গ্রন্থি

(B) থাইরয়েড গ্রন্থি

(C) অ্যাড্রিনাল গ্রন্থি

(D) অগ্ন্যাশয়

 

  1. ELISA টেস্টে কোন্ রোগ শনাক্ত করতে সাহায্য় করে ?

(A) ক্যান্সার

(B) এইচ. আই. ভি./এইডস

(C) ব্রেন টিউমার

(D) ম্যালারিয়া

 

Sponsored


 

WBP Constable Prelim Question – 2015

  1. সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট :

(A) হাইড্রোজেন ও হিলিয়াম

(B) হাইড্রোজেন ও নিয়ন

(C) হাইড্রোজেন ও জেনন

(D) হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড

 

  1. নিম্নবর্ণিত কোন্ রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ?

(A) টাইফয়েড

(B) ইনফ্লুয়েঞ্জা

(C) ডিপথেরিয়া

(D) কলেরা

 

  1. কম্পিউটার পরিভাষা অনুযায়ী ‘TB‘-এর অর্থ

(A) Tetrabyte

(B) Terabyte

(C) Terabit

(D) Tetrabit

 

  1. সঠিক শব্দ মেলান :

(1) কারেন্ট                ওহম

(2) রেজিস্ট্যান্স           অ্যাম্পিয়ার

(3) পাওয়ার               কেলভিন

(4) টেম্পারেচার          ওয়াট

(A) 1-1, 2-2, 3-3, 4-4

(B) 1-4, 2-3, 3-2, 4-1

(C) 1-4, 2-1, 3-2, 4-3

(D) 1-2, 2-1, 3-4, 4-3

 

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×