প্রাচীন ভারত – ইতিহাস – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
- বোঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ,
(A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।
(B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।
(C) এখানে প্রাপ্ত লেখমালা–য় বৈদিক দেব–দেবীদের নাম উল্লিখিত আছে ।
(D) উপরের কোনটিই নয়
- নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাট
- নিম্নলিখিত কোন ঐতিহাসিক ‘The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা ?
(A) এ. এল. ব্যাসম
(B) অ্যালিসন ব্যাশফোর্ড
(C) রমেশ চন্দ্র মজুমদার
(D) সতীশ চন্দ্র
- আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ?
(A) সমিতি
(B) সভা
(C) সমিতি ও সঙ্গম
(D) উভয়ই (A) ও (B)
- নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি ?
(A) হরপ্পা ও মহেঞ্জোদারো উভই কেন্দ্রই রাভি (ইরাবতী) নদীর ধারে অবস্থিত ।
(B) চানহুদারো ও কালিবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত ।
(C) সূরকোতাদা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত ।
(D) লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত ।
WBCS Preliminary Question – 2019
- গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন ?
(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশীনগর
(D) বোধগয়া
- ‘মৃচ্ছকটিকম’ নাটকটির রচয়িতা ছিলেন ?
(A) বিশাখদত্ত
(B) শূদ্রক
(C) বানভট্ট
(D) ভাস
- গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) বিষ্ণুগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
- অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন
(A) আলেকজান্ডার কানিংহাম
(B) জেমস প্রিন্সেপ
(C) ম্যাক্স ম্যুলার
(D) মটিমর হুইলার
- নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাত
WBCS Preliminary Question – 2018
WBCS Preliminary Question – 2017
WBCS Preliminary Question – 2016
WBCS Preliminary Question – 2015